কালাপানিয়া ইউনিয়ণ পরিষদের উদ্যোগে বাজারে পানির ড্রাম ও সাবান রাখা হয়
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি করোনা ভাইরাস যার কারণে প্রতিদিন ঝড়ে যাচ্ছে অনেক প্রাণ। আর এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য গবেষকরা বলেছেন সব-সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং বার বার সাবান দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার রাখতে। তাই সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নের জনগণকে করোনা ভাইরাস থেকে সর্তক রাখতে কালাপানিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জ্বনাব আলিমুর রাজী টিটু সাহেব একটা মহৎ কাজের উদ্যোগ নেন। তিনি তার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কালাপানিয়া ইউনিয়নের প্রত্যেক বাজারে ড্রাম করে পানি ও সাবান বিতরণ করছে যাতে বাজারের সাধারণ জনগন সহজে সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার থাকতে পারে। ধন্যবাদ জানাই কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব আলিমুর রাজী টিটু মহোদয় কে তার সুন্দর ও সর্তক উদ্যোগ গ্রহন করে জনগনকে নিরাপদ রাখতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনগনকে সর্তক ও নিরাপদ থাকার জন্য প্রত্যোক ওর্য়াডে মাকিং করান ও বিপদে তার সাহায্যে ও সহযোগীততা নেওয়ার কথা জানান।