দুই ভাইকে পিটিয়ে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে এসপি

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কড়ৈরতৈল এলাকায়  গণপিটুনীতে রাকিব (২৫) ও সাকিব (২০) নামে দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
মঙ্গলবার (১ এপ্রিল) তিনি ঘটনাস্থল পরিদর্শন  ও নিহতের পরিবার-পরিজনের সাথে সাক্ষাৎ করেন।
এসময় পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি  সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন (বিপিএম) ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন উপস্থিত ছিলেন। ঘটনার পর নিহতের মা রাবেয়া বেগম মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি ওই এলাকার পাভেলকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
অপরদিকে মামলা দায়ের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পাভেল, খবির ও ওসমান নামে তিন জনকে আটক করেন বলে নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। উল্লেখ, অটোরিকশার ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন রাতে পলাশের ভাগদী গ্রামের কড়ৈরতৈল এলাকায় রাতে সাড়ে ৯টায় গণপিটুনি শিকার হয়ে একই এলাকার রাকিব ও সাকিব নামে দুই ভাই নিহত হন। এসময় তার বাবা ও মা গুরুত্বর আহত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]