দক্ষিণ জেলা ছাত্রলীগের করোনা প্রতিরোধে বাঁশখালীতে সচেতনতা কর্মসূচী
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বাঁশখালী উপজেলায় পাহাড়ী এলাকার প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা কর্মসূচী সম্পন্ন হয়েছে। এই সময় বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে প্রদান করে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক মোঃহাসানুর রহমান জিয়াদ, সাহিত্য বিষয়ক উপ সম্পাদক রাফসান তালুকদার, বাঁশখালী উপজেলা এবং কালিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব, মিশকাত, আবু হানিফ, রাকিবুল ইসলাম, জুয়েল, মোঃশাহেদ, ইমনসহ প্রমুখ।