চট্টগ্রামে বহদ্দারহাটে এক ভবন লকডাউন
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় (কাঁচা বাজার আবাসিক) একটি ভবন লকডাউন করা হয়েছে। ওই ভবনের একটি বাসায় কক্সবাজারের এক করোনাভাইরাস আক্রান্ত নারী কিছুদিন অবস্থান করেছিলেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আক্রান্ত নারীটি নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় ওই ভবনের দোতলায় ছেলের বাসায় একদিন ছিলেন। সেখান থেকে কক্সবাজারে নিজের বাড়িতে যান। সেখানে তার শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর ভবনটি লকডাউন করা হয়েছে। ওই বাসার দোতলায় আক্রান্ত নারীর ছেলে একা থাকেন।” পাঁচতলা ভবনটিতে আরো অন্তত আটটি বাসায় বাসিন্দারা রয়েছে বলে জানা যায়।