

মিলন বৈদ্য শুভ, হাটহাজারী, চট্রগ্রাম :
হাটহাজারী নন্দীরহাট নেহালপুর শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমে যোগাচার্য পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভাবির্ভাব উৎসব উপলক্ষে গৌর দোল পূর্ণিমা তিথিতে দুই দিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ও ১৪ মার্চ আয়োজিত এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গুরুপূজা, বিশ্বশান্তি প্রার্থনা, মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, মহতী ধর্মসভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ এক মহামিলন মেলায় পরিণত হয়।
ধর্মসভার সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ।
স্বাগত বক্তব্য রাখেন শ্যামল কান্তি দে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপেন বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্রীনাথ কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ লাল সূত্রধর, বিশিষ্ট সনাতনী ব্যক্তিত্ব অর্জুন দেবনাথ, সমাজসেবক প্রবাল ভট্টাচার্য, বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ,ডাঃ মৃদুল কান্তি দে,বিশিষ্ট ব্যবসায়ী লাভলু দে।
এছাড়াও আশ্রমের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ রায় আপন ও সহকারী শিক্ষক বৃষ্টি ভৌমিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ধর্মীয় এ আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন মঠ-মিশনের সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী, ঋষি মহাত্মা-মহারাজ, রাষ্ট্রীয় অতিথি, বিশেষ অতিথি ও ধর্মীয় আলোচকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ আশ্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, বাসুদেব যোগাশ্রমের উন্নয়নে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ, বাসুদেব মেডিকেল হল স্থাপন, বাসুদেব কন্যামঠ প্রতিষ্ঠা, বাসুদেব মহাশ্মশান নির্মাণ, গোশালা ও যজ্ঞশালা স্থাপন, ভক্তদের জন্য যাত্রী নিবাস ও বৃদ্ধাশ্রম গড়ে তোলা,কুম্ভ মেলা উদযাপন
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব মহৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আশ্রমের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
দুই দিনব্যাপী আয়োজনে জনপ্রিয় টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ভক্তদের হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়।
দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীর সমাগমে আশ্রম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। সকলে একত্রিত হয়ে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভাবির্ভাব উৎসব ও বিশ্বশান্তি গীতাযজ্ঞের মহিমা উপলব্ধি করেন।
ধর্মীয় ও সামাজিক চেতনার বিকাশে শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমের এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত। বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত গীতাযজ্ঞ ও ধর্মীয় কার্যক্রম ভক্তদের মনে অনুপ্রেরণা জুগিয়েছে। আগত ভক্তরা আশ্রমের ভবিষ্যৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, এই মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।