শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা ও স্ত্রীর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের মডেল ক্লিনিকে গিয়ে এনসিপির নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম, আব্দুল্লাহ ওমর, আবু হানিফ, নাজমুল হাসান টিটু, মুফতি মাসুম বিল্লাহ, মো. মাহাবুব মিয়া এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।শহীদ পরিবারের প্রতি সংহতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি নেতারা নবজাতক কন্যাকে কোলে তুলে নিয়ে স্নেহ-ভালোবাসা জানান।
এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম বলেন, “আমরা এনসিপির নেতা-কর্মীরা বিপ্লবীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না, দুর্দশা থাকবে না। কেন্দ্রের নির্দেশে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির কার্যক্রম বিস্তৃত করা হবে।”
শহীদ সেলিম তালুকদার: এক সাহসী আন্দোলনকারী উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঝালকাঠির নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার ঢাকায় শহীদ হন। তখন তার স্ত্রী সুমী আক্তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৮ মার্চ তিনি ঝালকাঠির একটি ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেন।
জাতীয় নাগরিক পার্টির এ সহায়তা শহীদ পরিবারের প্রতি সামাজিক সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।