বরিশালে চলতি মাসের গত ১৯ দিনে বরিশাল বিভাগের প্রায় ১০ হাজার ৩০৩ জন প্রবাসী দেশে ফিরেছেন

Share the post

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগে ১০ হাজার বিদেশ ফেরত প্রবাসীর খোঁজ পাচ্ছে না প্রশাসন। বরিশালে চলতি মাসের গত ১৯ দিনে বরিশাল বিভাগের প্রায় ১০ হাজার ৩০৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ৪০৭ জন। বাকি প্রায় ১০ হাজার প্রবাসীর হদিস পাচ্ছে না বরিশাল বিভাগীয় প্রশাসন। তবে সবাইকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।এ সময় প্রবাস ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের করণীয় কি রয়েছে তা অবহিত করতে জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, বরিশালে বিভিন্ন দেশ থেকে গত ১ মার্চ থেকে প্রায় ১০ হাজার ৩০৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। গোয়েন্দা পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী এ পর্যন্ত ৪০৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে।বাকিদের খুঁজে পেতে বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন বিভাগীয় কমিশনার। এ দিকে পুলিশের করণীয় বিষয়ে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]