বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের বিনোদনের স্থান বন্ধ
শাওন অরন্য
(বরিশাল প্রতিনিধি)
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, রাজিব আহমেদ এই বন্ধের জন্য অনুরোধ করেছেন। গত ১৯ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ স্বাক্ষরিত একটি সরকারি পত্র থেকে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল শহর এলাকায় অবস্থিত অভিরুচি সিনেমা হল, টাউন হল, বঙ্গবন্ধু উদ্যান, শিশু পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন নদীর পাড়, এডামস ইডেন, আমানতগঞ্জ শিশু পার্ক, রায়তা পিকনিক স্পট, নিঃস্বর্গ পার্ক (কড়াপুর) সহ সকল ধরনের বিনোদনের স্থান সমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।