

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদ উপজেলার হেডম্যান ও কার্বারীর সাথে মতবিনিময় করেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হেডম্যান কার্যালয়ে মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসী মগের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুধাঅং মারমা। সংগঠনের জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটির দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রু চৌধুরী, মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যায়জরী মারমা, সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মংখই মারমা ও কালাপানি মৌজার হেডম্যান সাথোয়াই চৌধুরীসহ উপজেলার বিভিন্ন পাড়া প্রধানগণ।