এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এসময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব প্রদিপ বসু সন্তু, বাগেরহাট রামকৃষ্ণ মিশনের গুরু দেবানন্দ মহারাজ, রবিন্দ্রনাথ বিশ্বাস, মহোনলাল হালদার, বাবলা হালদার বিপ্লব, শিক্ষাবিদ মুখার্জি রবিন্দ্রনাথ। এ সময় জেলা বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাছির আলাপ, সাহেদ আলী রবী, সরদার লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোর, আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত, শেখ ওমর আলী মুন্নাসহ অনুষ্ঠানে কয়েক শত সনাতন ধর্মীয় নারী-পুরুষ অংশগ্রহন করেন।