নেত্রকোনায় থানার সামনে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজেই চলছে যানবাহন, দুর্ঘটনার আশঙ্কা

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনায় থানার সামনে মগড়া নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে চলাচল করছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, নিয়ম না মেনে সেতুটির ওপর দিয়ে পাথর-সিমেন্টসহ বিভিন্ন ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ক্ষতিগ্রস্ত সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অতিরিক্ত মালবাহী যানবাহন পারাপার করতে দেখা গেছে। এতে সেতুটির কয়েক দফা ভেঙেও গিয়েছিল। এই ভোগান্তির পর সওজ বিভাগ ওয়েল্ডিং করে পাটাতনগুলো মেরামত করে দিয়েছে। এরপর আবারও চলতে থাকে ভারী পণ্যবাহী যানবাহন। বর্তমানে এই বেইলি ব্রিজের কয়েকটি পাটাতন দেবে ও ওয়েল্ডিংয়ের ঝালাই খুলে গেছে। এরপরও সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। এক প্রকার বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন।জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। প্রায় একই সুরে কথা বলেছেন ট্রাক চালক ফরহাদ হোসেন, বাস চালক আহম্মেদ আলী, সিএনজি অটো রিকশা চালক কামরুল হাসান।
আরোও জানা গেছে, এই বেইলি ব্রিজের বেহাল দশা,পারাপারের প্রতি পদে ঝুঁকি নাজুক এই ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন পথচারীদের পাশাপাশি শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। বাড়াচ্ছে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের পাশাপাশি মগড়া নদীর ওপর নতুন একটি পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। নাগড়া এলাকার সাথে সংযোগ স্থাপনকারী মগড়া নদীর উপর তৈরি বেইলি ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এখন এর পাটাতনে মরিচা ধরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ অবস্থায় নাজুক এই ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন পথচারীদের পাশাপাশি শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। বাড়াচ্ছে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি। এই এলাকার স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের পাশাপাশি মগড়া নদীর ওপর নতুন একটি পাকা সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের সে চাওয়া আজ অবধি পূরণ হয়নি। নাগড়া এলাকার আফজল অটোরিকশা চালক রাকিব (৩০) জানান, অনেকদিন ধরেই তারা যাত্রী নিয়ে এই ব্রিজ পার হতে পারেন না তারা। এতে অটেরিকশার চাকা মরিচা ধরা পটাতনের ফাঁক গলে আটকে যায়, যে কোরণে এই এলাকার অটোরিকশা চালকদের আয় অর্ধেকে নেমে এসেছে।
রবিবার (২৫ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকটা ঝুঁকি নিয়েই খুব ধীরে ধীরে ব্রিজের ওপর দিয়ে সিএনজি চালিত অটোরিকশার পাশাপাশি মালবাহী পিকআপ ভ্যান ও ট্রাক চলাচল করছে। একইভাবে পার হচ্ছেন পথচারীরা। সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘ব্রিজের মরিচা ধরা পাটাতন ও রেলিং ভেঙে এর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন যেকোনো সময় গভীর নদীতে পড়ার আশঙ্কা আছে। তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই বেইলি ব্রিজটি ভেঙে নতুন একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, “এর আগে বেইলি ব্রিজটি সংস্কার করে অধিক ওজনের যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্ত পরিবহনের চালকরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক পারাপার করায় সেতুটির আবারও ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়মনসিংহ মহাবিদ্যালয় এর উদ্যোগে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

Share the post

Share the postনিউজ রিপোর্ট:৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার – ময়মনসিংহ মহানগরের অধীনস্থ ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদল গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে একটি অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে তারা বিশ্বের প্রতি আহ্বান জানায়, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে।   মহাবিদ্যালয়ের ছাত্রদল সদস্যরা সকাল ১১ টার দিকে মিছিলটি শুরু […]

ভালুকায় নিহত শ্রমিকদলনেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ) :ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদলনেতা মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাইদ ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন ওই উপহার সামগ্রী মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের কাছে পৌছে […]