নির্বাচন পেছানোর পক্ষে ডা. শাহাদাত, রেজাউলের ‘না’

Share the post

চট্টগ্রাম : বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক এখন। ইতোমধ্যে ১৩০টি দেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা এটিকে বিশ্ব মহামারি ঘোষণা করেছে।

বাংলাদেশে ইতালিফেরৎ এক সদস্যসহ ওই পরিবারের ৩ সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হলেও ইতোমধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। বাকিজনও সুস্থতার পথে। তবুও বাংলাদেশের ঘরে ঘরে এখন করোনা-আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুত হলেও ন্যুনতম ঝুঁকি নিতে চাইছেন না কেউ।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সন্ধ্যায় নগরে এ সংক্রান্ত এক সেমিনারে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণায় লোকসমাগম শিথিল করে ডিজিটাল প্রচারণা চালাতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে।

এ অবস্থায় আসন্ন মেয়র নির্বাচন পেছানোরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনও এ দাবিতে একমত। তবে নির্বাচনের আগে এবং পরে টানা বন্ধ থাকায় অনেকে ছুটিতে থাকবেন, বেড়াতে যাবেন-এই বিষয়টিকেই মুলত নির্বাচন পেছানোর ক্ষেত্রে সামনে আনেন ডা. শাহাদাত হোসেন।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে মেয়র প্রার্থী ও তাদের প্রস্তাবক, সমর্থক এবং নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িতদের মতবিনিময় অনুষ্ঠানে এই দাবি জানান ডা. শাহাদাত হোসেন। বিরোধীপক্ষের জন্য এখনো নির্বাচনী পরিবেশ গড়ে উঠেনি বলেও অভিযোগ করেন ডা. শাহাদাত।

তবে নির্বাচন পেছানোর পক্ষে নন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে দেখা দিলেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি। এখনো পর্যন্ত বাংলাদেশে তেমন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি। কাজেই এটি বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়। তাই করোনা ভাইরাসকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তিনি। রেজাউল জানান, নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। নগরবাসী সবাই নির্বাচনমুখী। এ জন্য সবাই প্রস্তুত।

চট্টগ্রাম জেলা প্রশাসন মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে ৬ মেয়র প্রার্থী ছাড়াও  বিএনপির সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]