তিন বোনকে একে একে নিজের স্ত্রী বানিয়েছেন সোহরাব নামের এক বিকৃতমনা যুবক

Share the post

অনলাইন ডেস্ক: বিশ্বাস করুন আর নাই বা করুন, অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে হয়তো আপনার একটু খটকা লাগবে বৈকি কিন্তু এ বাস্তব কাহিনী যেন কোনো সিনেমাকেও হার মানাবে। তিন বোনকে একে একে নিজের স্ত্রী বানিয়েছেন সোহরাব নামের এক বিকৃতমনা যুবক। এ ঘটনাটি ঘটেছে রাজধানীর অদূরে সাভারে। অথাৎ তিন বোনের এক স্বামী। আর এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। জানা যায়, সাভারে তেতুঁলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাব হোসেন নামে এক যুবক। পেশায় তিনি একজন নরসুন্দর। খুলনা জেলার কয়রা থানার বাগমারা এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে সোহরাব সরদার প্রথমে লিমা আক্তারকে (২১) ৪ বছর আগে বিয়ে করেন । বিয়ের বছর খানেক পর প্রথম স্ত্রী লিমা আক্তারকে তালাক দিয়ে তারই বড় বোনকে (২২) বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তিন বছর সাংসারিক জীবন অতিবাহিত হওয়ার পর সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রীর আপন ছোট বোনকে (১৮) গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিয়ে করলেন। খোজঁ নিয়ে জানা যায়, সোহরাবের দ্বিতীয় স্ত্রী সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক। মাস তিনেক আগে ছোট বোনকে পোশাক কারখানায় কাজ নিতে বড় বোনের বাসায় আসেন। আর একই কারখানাতে ছোট বোনকে কাজ পাইয়ে দেন বড় বোন। চাকরি পাওয়ার সুবাধে বোন-দুলাভাইয়ের সঙ্গে একই বাসাতে থাকতেন ছোট বোন। অল্প কিছুদিন আগে ছোট বোন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বমি হতে থাকে ঘনঘন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ধরা পড়ে প্রেগন্যান্সি। তারপরই দুলা ভাইয়ের সঙ্গে অবৈধ মেলা মেশার কথা শিকার যান ছোট বোন। বড় বোন রাতের বেলায় কাজে থাকলেই শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেন দুলাভাই। প্রেগন্যান্সি ধরা পড়ার তিনদিনের মাথায় শ্যালিকাকে বিয়ে করে নেন সোহরাব। এভাবে একে একে আপন তিন বোনের স্বামী হয়ে যান বিকৃতমনা সোহরাব। তিনি যাদের বিয়ে করছেন তাদের গ্রামের বাড়ি বরিশালে। এ বিষয়ে সোহরাব সরদার বলেন, আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তার বড় বোন আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হই এবং এক পর্যায়ে বিয়ে করি। কিন্তু তিন বছরের মধ্যে কোনও সন্তান না হওয়ায় তাদের ছোট বোনকে বিয়ে করতে বাধ্য হই। আর এতে তার কোন দোষ দেখেন না বলেও জানান তিনি। তিনি আরো বলেন, গত ৩ জানুয়ারি তৃতীয় বিয়ে করার পর আমরা আলাদা সংসার করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মশা কাদের বেশি কামড়ায়?

Share the post

Share the postগরমের দিনগুলোতে মশার উপদ্রব বেড়ে যায় আর সেই সঙ্গে বাড়ে মশার কামড়ের যন্ত্রণা। কিন্তু কখনো কি ভেবেছেন, মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কেন? গবেষণায় দেখা গেছে, মশা বিশেষ কিছু রক্তের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে যে, ‘O’ গ্রুপের রক্তধারীরা মশার বিশেষ শিকার। জাপানের একটি গবেষণা অনুসারে, O গ্রুপের রক্তধারীদের মশার কামড়ের […]

ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় এতিম কিশোরকে পেটালেন শিক্ষক

Share the post

Share the postহাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে এতিমখানার কিশোর সাগর হোসেন (১৬)। লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষতচিহ্ন তার শরীরে। শরীরের প্রতিটি অংশের এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না তার মা। ছেলের ওপর নির্যাতনের ক্ষতগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আর অঝোরে কাঁদছেন।  ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার শিক্ষার্থী সাগর হোসেনকে নির্যাতনের পর হাসপাতালে […]