আগামীকাল নারায়ণহাট বাজার/কলেজিয়েট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান ও পিকনিক
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজার ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের পিকনিক ও প্রাক্তন শিক্ষক এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল ১৩ই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স (মিনি বাংলাদেশ) এ এই আয়োজন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। সারাদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, প্রাক্তন শিক্ষক ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান, গান, আবৃত্তি, কৌতুক সহ বিভিন্ন ধরণের ইভেন্ট। অংশ নিবেন নারায়ণহাট বাজার/কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।