মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ সুমন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ভার্থখলা গ্রামের ইস্কন্দার আলী’র পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: মন্জুরুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ স্কুলের নিকট অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ উল্লেখিত ব্যাক্তিকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।