পাবনায় বিপুল পরিমানে নিষিদ্ধ কারেন্ট জাল আটক
আলমগীর কবির পল্লব,পাবনা : পাবনায় বিপুল পরিমানে নিষিদ্ধ কারেন্ট জাল আটক
গতকাল ৮ই ফেব্রুয়ারী নিয়মিত ডিউটি হিসাবে পদ্মা ও যমুনা নদীতে টহল
দিতে গিয়ে প্রায় ৯৫, ০০০ (পচানব্বই হাজার) মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট
জাল জব্দ করেছে নগরবাড়ী নৌ ফাড়ী পুলিশ । যার বর্তমান বাজার মুল্য
প্রায় ২৮,৫০০ (আঠাশ হাজার পাচশত টাকা ।
নগরবাড়ী নৌ ফাড়ী পুলিশের ইনচার্য মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন,
আমি সঙ্গীয় ফোর্সহ নদীতে টহল দিতে গেলে বেড়া থানাধীন মোহনগঞ্জ
এলাকার যমুনা নদীতে পাতানো অবস্থায় জালগুলো জব্দ করি ।পরে বেড়া
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী জব্দকৃত অবৈধ জালগুলো
নগরবাড়ী খেয়াঘাটে এনে জনসম্মূখে পুড়িয়ে ধংশ করা হয় ।
তিনি আরও জানিয়েছেন, আমাদের অভিযান চলমান আছে ।