সাতকানিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের গুলাগুলি, আহত ১০
সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি ও স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, খাগরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ। এছাড়াও উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক ভোটেকন্দ্রে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষে জড়ায় বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা। বিচ্ছন্ন ঘটনার মধ্যে দিয়ে সাতকানিয়ার ১৬ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।
এদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর পিএল একাডেমি ও পশ্চিম সিরাজপুর সরকারি কেন্দ্র থেকে এজেন্ট বের দেয়ার অভিযোগ উঠেছে।
সপ্তম ধাপে ১৩৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল আটটায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। এবারে ৯টি ইউনিয়নের ভোট হচ্ছে ইভিএমে। নির্বাচনের ভোটগ্রহণ যাতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে নেয়া হয়েছে সব ধরণের ব্যবস্থা।
নির্বাচন নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন রয়েছে আনসার, বিজিবি, র্যাব, পুলিশ।
সপ্তম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত পদে ১ হাজার ২৩৬ জন ও সাধারন পদে ৪ হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন।ইসি সূত্র জানায়, এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ভোটার ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন। এসব ভোটার ১ হাজার ৩৫০টি কেন্দ্রের ৭ হাজার ৮৫টি কক্ষে ভোট দিচ্ছেন।