ক্রেনের ধাক্কায় বন্দর কর্মচারীর মৃত্যু
চট্টগ্রাম সংবাদ: ক্রেনের ধাক্কায় সিফাত রাব্বি (২৩) নামে এক বন্দর কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরে কাজ করার সময় বুধবার রাতে সিফাত রাব্বি নামে বন্দরের এক কর্মচারী ইক্যুমেন্ট গাড়ির ধাক্কায় আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, সিফাত রাব্বি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। এক বছর আগে তার বন্দর কর্মচারী বাবা কর্মরত অবস্থায় মারা গেলে সিফাত বন্দরের পরিবহন বিভাগে যোগ দেন।
তিনি নগরের হালিশহর এলাকার একটি বাসায় থাকতেন।