চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান পাহাড়িকা আবাসিক এলাকা নুরজাহান মেনশনের কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জেবল হোসেনের সভাপতিত্বে ও কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কো-অপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ ও ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কি ট্রাস্টের চেয়ারম্যান নাসরিন বাকি, পাহাড়িকা আবাসিক এলাকা জামে মসজিদের পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম সহ আরো অনেকে।
সভায় স্বাগতম বক্তব্য রাখেন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ: আজগর হোসেন, মোহাম্মদ জেবল হোসেনকে সভাপতি মোঃ মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক করে নবগঠিত ২৭ সদস্যের কার্যকরী পরিষদের পরিচিতি সভায় উপস্থাপন করে সমিতির সহ-সভাপতি এসএম ইসকান্দর মিয়া। কল্যান সমিতির গত ১০ বছরের অর্জন সভায় তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, সহ-সভাপতি মোঃ শাহরিয়ার ভুঁইয়া ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম নূরী। সবাই কল্যাণ সমিতির সদস্যবৃন্দ কে স্মরণ পূর্বক মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। সভা শেষে পাহাড়িকা আবাসিক এলাকা জামে মসজিদ প্রতিষ্ঠাতায় অভিভাবকের ভূমিকা পালন করায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জেবল হোসেনকে পাহাড়িকা আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।