সন্দ্বীপ ও নোয়াখালীর দীর্ঘ ভূমি বিরোধের অবসানের লক্ষে ভূমিমন্ত্রী এখন
জামশেদ (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ চট্টগ্রাম থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ।দ্বীপের মানুষ গুলো প্রতিনিয়ত নদী ভাঙন,বন্যা,জলোচ্ছ্বাসের মতন ভয়াবহ প্রকৃতিক দৃর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।এক সময়কার বিশাল আয়তনের সন্দ্বীপ নদী ভাঙনের কবলে পড়ে যার বর্তমান আয়তন মাত্র

৬৮কিলোমিটার আছে।প্রকৃতির নিয়মে সন্দ্বীপের পশ্চিম অংশে চর জেগেছে পাঁচ বছর আগে।জেগে উঠা চরের মালিক গত কয়েক বছর যাবত নোয়াখালী জেলার কথার যুদ্ধে মেতে উঠে দাবি তোলেছে।সন্দ্বীপ ও নোয়াখালী ভূমি বিরোধ নিয়ে্ হাই-কোর্টে মামলা করেন সন্দ্বীপবাসী (মামলার রিট নম্বর-৭০৯৮ হাইকোর্ট)যা বর্তমানেও নিষ্পতি হয়নি।দুই জেলার টানা-টানিতে সন্দ্বীপের একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে প্রায় ১৬বছর যাবত।দুই জেলার দীর্ঘ সীমানা বিরোধ করতে আজ হাতিয়া, ভাসানচর হয়ে ১১.৩০মিনিটের সময় সন্দ্বীপে আসেন ভূর্মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।ভূর্মিমন্ত্রীর সরেজমিনে আসায় সন্দ্বীপের জনগণ ও সন্দ্বীপ

আন্দোলন কমিটি গুলো সন্দ্বীপের ৬০মৌজা ফিরে পাওয়ার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে।পরে ভূমিমন্ত্রী এসি.ল্যান্ড ভবন উদ্ধোধন করে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত সমাবেশে প্রধান-অতিথি হিসাবে যোগ দেন।এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম-০৩আসনের এমপি মাহফুজুর রহমান মিতা,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।