শাহ আব্দুল করিমের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন।
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট): গত সন্ধ্যায় দিরাই উপজেলার উজান ধল গ্রামে শাহ আবদুল করিম এর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সফি উল্লাহসহ এসময় আরোও উপস্থিত ছিলেন সিলেটের গুনি ব্যক্তি ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।এসময় বক্তারা বলেন হাওর অঞ্চলের কৃতি সন্তান শাহ আব্দুল করিম তার গানের কথায় যেভাবে সমাজের নানা ধরনের কাহিনী সংক্ষেপ ফুটিয়ে তুলেছেন এরকম গুনি ব্যক্তি পাওয়া দুষ্কর তাই তার গানের সঠিক চর্চা করতে সবার প্রতি আহ্বান জানান।