ফিলিপাইনে টাইফুনে প্রাণহানি বেড়ে ৩৭৫
ফিলিপাইনে সুপার টাইফুনে রাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।দেশটির স্থানীয় পুলিশের তথ্যমতে, ঝড়ের কারণে অন্তত ৫০০ জন আহত হয়েছে। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। মারা যাওয়াদের অর্ধেকেরও বেশি বোহোল প্রদেশের ভিসাইয়াস এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
টাইফুনের প্রভাবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জন্য ৪ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে।উদ্ধারকারীরা বলছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপদ্রুত এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই পরিমাপ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দেশটিতে ঘূর্ণিঝড়ের পর এখন ভূমিধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে আরো প্রাণহানির ঘটনা ঘটতে পারে।গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় রাই আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।