ফিরিঙ্গী বাজারে ১৫০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি(চট্টগ্রাম): নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ মোঃ কামরুল(২৪) নামের একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বুধবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে কামরুল(২৪)’কে গ্রেফতার করে।
এ সময় তল্লাশী করে তার হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।