নিখোঁজ সংবাদ
নিখোঁজ সংবাদ

গত ২১শে ফেব্রুয়ারি ২০ জৈনক মোঃ মনির হোসেন, পিতা-আব্দুর রশীদ, সাং-খোয়াজনগর, ০৫ নং ওয়ার্ড, থানা-কর্ণফূলী, জেলা-চট্টগ্রাম, থানায় হাজির হয়ে একটি সাধারণ নিখোঁজ ডায়রী করেন (যাহার নং-১০৫৭) যে তার শিশু সন্তান মেহেরাজ হোসেন সাকিল(০৪), গত ২১শে ফেব্রুয়ারি ২০ দুপুর ০২.০০ ঘটিকার সময় বশির মেম্বারের বাড়ির সামনে বাচ্চাদের সাথে খেলা করছিল। পরবর্তীতে খেলা শেষে বাসায় আর ফিরে যায় নাই। যাহার দৈহিক গড়ন হালকা পাতলা, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান-২ফিট ৫ইঞ্চি, মাথার চুল কালো, পরিহিত কাপড়ের বর্ণনা-জিন্স প্যান্ট এবং বাদামী কালার হাফ শ্যার্র্ট, সে সাধু ও চলিত ভাষায় কথা বলে। উপরোক্ত বর্ণনাকৃত শিশুর কোন সন্ধান পাওয়া গেলে অফিসার ইনচার্জ, কর্ণফূলী থানা, সিএমপি, চট্টগ্রাম, ফোন নং-০৩১-৬৩৬৭৬৩ ও ০১৭৭০-৬৩৩৪০৩ কে অবহিত করার জন্য অনুরোধ করা হল।