সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মানববন্ধন-

Share the post

রোকোনুজ জামান (রকি),বগুড়া জেলা প্রতিনিধিঃ ‘আমার এ দেশ সব মানুষের’ স্লোগানে কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আয়োজনে সোমবার বেলা ১১টায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক হামলা চালিয়ে শান্তিপূর্ণ সোনার বাংলাকে অস্থিতিশীল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে স্বাধীন করতে সকল মানুষ ধর্ম-বর্ণ নির্মিশেষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে। এদেশে বসবাসকারী সকল মানুষের জন্য নিরাপদ স্থল।

এখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে। যে যার ধর্ম পালন করে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে।কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, আমাদের সকলে মিলে শান্তিময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতার বিষ সমাজ থেকে দূর করতে হবে সকলের সম্মিলিত প্রয়াসে। যারাই সাম্প্রদায়িকতার নামে নাশকতা, অরাজকতার চেষ্ঠা করবে তাদেরকে সকলে মিলে সমাজ থেকে উৎখাত করতে হবে। প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য হলো পুলিশই জনতা- জনতাই পুলিশ বাস্তবায়ন করা। যাতে সাধারণ মানুষ তার কাঙ্খিত সেবা পুলিশের মাধ্যমে খুব সহজে অর্জন করতে পারে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে দেশের মানুষের মাঝে অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে।
কমিউনিটি পুলিশিং বগুড়া শহর শাখার সভাপতি আমিনুল ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, মাহমুদ সোবহান মিন্নু, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, আব্দুল লতিফ, গোলাম সাকলাইন বিটুল, পৌর কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, মহিলা কাউন্সিলর ফারুক সখিনা শিখা, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, মানবাধিকার কর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের বিধান সিংহ, শহর আওয়ামীলীগ নেতা এডোনিস তালুকদার বাবু, মৌমাছি খেলাঘরের সভাপতি মাসুদুর রহমান রানা, গ্রুপ থিয়েটার কেন্দ্রীয় কমিটির সদস্য নিভা রানী সরকার, সংস্কৃতি কর্মী আতিকুর রহমান মিঠু, সাদেকুর রহমান সুজন, বিকে সরকার লালন, অলোক পাল, আব্দুল মোবিন জিন্নাহ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, স্বপ্না চৌধুরী, নাজমা পারভিন, বিলাসী রানী সরকার, জাকিয়া সুলতানা আলেয়া, রুমানা আজিজ রিংকি, এনামুল জাহিদ তিতাস, মাসুকুর রহমান সুরুজ, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, হাসনা বানু। এসময় মানবন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে নতুন অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ পেইজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর […]

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদুকের অ়ভিযান

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এতে নেতৃত্ব দেন দূর্নীতি […]