ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচতেই পারি: পরীমনি
সমালোচনা এবং পরীমনি সমান্তরাল। গত ৬ মাস এই চিত্রনায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোই এ কথার সাক্ষ্য দেয়। কিছু ক্ষেত্রে এ জন্য পরীমনিকে দায়ী করা গেলেও, তার ভক্তকুল সব দায় তার ওপর চাপাতে নারাজ। বলা যায় পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক এখন দু’ভাগে বিভক্ত।এক পক্ষ বলছেন পরীমনি যা করেছেন বেশ করেছেন; তিনি পরিস্থিতির শিকার। এদের মধ্যে অনেকে আবার পরীমনির সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ও বলছেন। পরীমনিকে ‘বিপ্লবী’ বলতেও অনেকে দ্বিধা করছেন না!
সাহসী হিসেবে পরীমনির খ্যাতি নতুন নয়। কিন্তু সেই সাহস প্রদর্শন করতে গিয়ে তিনি যে কর্মকাণ্ড করছেন সেখানে অনেকেই তার মধ্যে দক্ষিণী নায়িকা সিল্ক স্মিতার ছবি খুঁজে পাচ্ছেন। যদিও সমালোচনা পরীমনিকে কোনোকালেই স্পর্শ করেনি। এবারও তিনি এসব গায়ে মাখছেন না। জবাব দিচ্ছেন নিজস্ব ভাষায়।
লুঙ্গির মতো সাদা পোশাক পরে অনুষ্ঠানে পরীমনিকে নাচতে দেখা গেছে। পোশাকের নিচের অংশ গুটিয়ে তিনি কোমরে বেঁধেছেন। নাচতে নাচতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। অনেকের মুখে মাখিয়ে দিয়েছেন জন্মদিনের কেক- এ সবই সমালোচিত হচ্ছে।‘এসব নিয়ে কারা সমালোচনা করছেন আমি জানি না, ভাবছিও না’ পরীমনি জবাব দিয়েছেন তার নিজস্ব ঢঙে। সঙ্গে যুক্ত করে দিয়েছেন তার নাচের ব্যাখ্যা, ‘আমি পাবলিক কোনো অনুষ্ঠানে এটা করিনি। ঘরোয়া অনুষ্ঠানে আমি নাচ-গান করতেই পারি। আমার ইচ্ছে ছিল দিনটিতে নিজের মতো করে আনন্দ করার; আমি করেছি।’
যারা এই ভিডিও ভাইরাল করেছেন এই চিত্রনায়িকা অভিযোগের তীর তাদের দিকেই ছুঁড়ে বলেছেন, ‘আমার অনুমতি ছাড়া যারা বাহিরে ভিডিও প্রকাশ করেছেন, তারা অপরাধ করেছেন।’