বাবেশিকফো এর চট্টগ্রাম জেলা কমিটিতে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের দুই প্রভাষক
তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গুরুত্বপূর্ণ এই দুই পদে নির্বাচিত হয়েছেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দুই প্রভাষক। বাবেশিকফো এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ বি এম গোলাম নুর ও মো. খোরশেদ আলম এবং কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ওসমানীর সুপারিশক্রমে ও জেলা কমিটির সিদ্ধান্তে গতকাল শুক্রবার(২২ অক্টোবর) উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন তালুকদার’কে যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক একরামুল হক’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।