চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল

চট্টগ্রাম: গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
প্রথম প্রহরে বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে মানুষের ঢল নামে। শুক্রবার সকালেও বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক নারী-পুরুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথম প্রহরে নগর পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সাধারণ মানুষও ভিড় করে শহীদ মিনারে। সকালে বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেছে নগর পুলিশ।
