মাধবপুরে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আওয়ামীলীগ নেতা পলাশ
মোঃজাকির হোসেন,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করে নগদ অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজবাউল বর পলাশ।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে তিনি ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন মান্ডপ পরিদর্শন করে ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করেন।মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,
আওয়ামীলীগ নেতা কাউছার আহাম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, প্রভাষক এহসানুল হক, ইউপি সদস্য আব্দুল আউয়াল,শিক্ষক কাউসার আহাম্মেদ,ব্যবসায়ী ওবায়দুল্লাহ সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মন্ডপ পরিদর্শনকালে মিজবাউল বর পলাশ বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি ইউনিয়নের সর্ব-স্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান।