বিশ্বকাপে সৌম্য হতে পারেন ট্রাম্পকার্ড!

Share the post

সৌম্য সরকার, ২০১৫ বিশ্বকাপের আগে ধুমকেতুর মতো আগমন বাংলাদেশের ক্রিকেটে। প্রথম বড় অ্যাসাইনমেন্টে যান আইসিসির মেগা ইভেন্টে। আহামরি কিছু না করতে পারলেও তার মাঝে আগামীর তারকা দেখেছিলেন সবাই।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সৌম্যের। ওপেনিংয়ে মারকাটারি ব্যাটিংয়ে মন ভুলিয়েছেন সমর্থকদের। তামিমের যোগ্য সঙ্গী খুঁজে পাওয়ার স্বস্তি ছিল ক্রিকেট বোর্ডের কর্তাদের মাঝেও।টি-টোয়েন্টি ক্যারিয়ারটা খুব বেশি উজ্জ্বল না হলেও একেবারে ফেলনা নয় সৌম্যের। ৬২ ম্যাচে ১১০৯ রান আছে তার ঝুলিতে। অ্যাভারেজ ১৮ দশমিক সাত নয়, আর স্ট্রাইক রেট ১২২ এর বেশি। ক্যারিয়ার জুড়ে ৯ বার শূন্য রানে আউট হলেও ফিফটি করেছেন ৫ বার। ১০৯ বার বল বাউন্ডারি ছাড়া করেছেন গড়িয়ে, আর ৪৩ বার উড়িয়ে।
তবে, বিশ্বকাপের পারফরম্যান্সটা কোনোভাবেই মনে রাখতে চাইবেন না সৌম্য। ২০১৬ তে ৭ ম্যাচ খেলে মাত্র ৭৫ রান করতে পেরেছিলেন তিনি। নেই কোন ফিফটি, অ্যাভারেজ ১০ দশমিক সাত এক। আর টি-টোয়েন্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, স্ট্রাইক রেটটাও ভুলে যাওয়ার মতোই, মাত্র ৮৮ দশমিক দুই তিন।
সৌম্য প্রথাগত ওপেনার। তবে, ফুট ওয়ার্ক ক্লাসিক ক্রিকেটারদের মতো না হলেও হ্যান্ডআই কো-অর্ডিনেশনের দুর্দান্ত একজন ব্যাটসম্যান তিনি। জাতীয় দলে ওপেনিং ছাড়াও খেলেছেন আরো ৫ পজিশনে। যদিও ওপেনিং আর ওয়ানডাউন ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায়নি সৌম্যকে। ক্যারিয়ারের ৫ ফিফটির সবই ওপরের দুই পজিশনে পেয়েছেন তিনি। চার-ছক্কার ফুলঝুরিও ছুটিয়েছেন এখানেই।
ওমান-দুবাই এর স্লো পিচে বাংলাদেশের দলের ট্রাম্পকার্ড হতে পারে সৌম্য সরকারের বোলিং। ক্যারিয়ারে ৩৭ ওভার বোলিং করেছেন এখন পর্যন্ত। ৯ দশমিক পাঁচ ছয় ইকোনমিতে উইকেট পেয়েছেন ৯টি। দলের প্রয়োজনে তার ব্রেক থ্রু এনে দেয়ার মুনশিয়ানা অধিনায়ক মাহমুদউল্লাহর জন্য বাড়তি পাওনা।
তবে, দিনের পর দিন ব্যাডপ্যাচের কারণে ঠিক নিজের ছন্দে নেই সৌম্য। যদিও টিম ম্যানেজমেন্টের গুডবুকে এখনো অপরিহার্য তিনি। এবার সময় তাই, সে আস্থার প্রতিদান দেয়ার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]