চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে র্যাবের অভিযানে ৩০ দালাল আটক
চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০ দালালকে আটক করেছে র্যাব। এসব দালালের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা অতিষ্ঠ ছিল বলে অভিযোগ রয়েছে।রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে চলা এ অভিযানে আটক দালালদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এ তথ্য নিশ্চিত করেন।
বিআরটিএ কার্যালয়ে দালাদের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়। যানবাহন-সংক্রান্ত সব কাজেই সাধারণ সেবাপ্রার্থীদের জিম্মি থাকতে হয় এসব দালালের হাতে।
গত মাসেও বিআরটিএ কার্যালয়ে র্যাবের অভিযানে আটক হয়েছিল ১৮ দালাল। তারপরেও বন্ধ করা যায়নি দালালদের অবৈধ হস্তক্ষেপ।