মাধবপুরে ইয়াবা ও সিএনজি অটোরিকশা সহ আটক-১
মোঃজাকির হোসেন,হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেঙ্গার বাজার দলগাও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এক হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি অটোরিকশাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কাশিম নগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাসের নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ সোমবার (১৬ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ইয়াবা সহ আটকৃত ব্যাক্তি হল বিঃবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বাড়িউরা গ্রামের হাজী- আব্দুল আহাদের ছেলে আক্তার মিয়া (৪৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনা র সত্যতা নিশ্চিত করে বলেন,মাধবপুরকে মাদক মুক্ত করতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে।