মাধবপুরে ককুরের পা ভাঙ্গাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: আহত ৫০ বাড়িঘরে হামলা ভাংচুর
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়-রোববার বিকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নাসিরউদ্দিন লস্করের পালিত কুকুর একই গ্রামের মনিরউদ্দিনের হাঁসের খামারে ধাওয়া দেয়। এসময় মনিরের ছেলে কুকুরটিকে পাল্টা ধাওয়া দিতে গিয়ে পা ভেঙ্গে যায়। এ নিয়ে ওই সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে প্রথম দফা সংর্ঘষ হয়। এর জের ধরে মঙ্গলবার ভোর ৫টায় দিকে দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলে। এ সময় কয়েকটি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি, মাধবপুর থানা পুলিশ ও হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।