বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগের একঝাক বীর মুক্তিযোদ্ধার সন্তান
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় খুলনা বিভাগের অসংখ্য বীর মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে কেন্দ্রীয় কমিটিতে তাদের অবস্থান নিশ্চিত করেছেন। গতকাল ১৩ জুলাই রাত ০৮০০ ঘটিকায় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া তার নিজস্ব ফেসবুক আইডির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি র সদস্যদের নাম ঘোষনা করেন। চেয়ারম্যান মহোদয় কমিটি ঘোষনার শুরুতেই তিনি সর্বপ্রথম স্বরণ করেন জাতির শ্রেষ্ট সন্তান বাঙ্গালি জাতির গর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপর তিনি স্বরণ করেন জাতির শ্রেষ্ট সন্তানদের যাদের বিনিময়ে আজ এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন ভাবে কথা বলছি সেই বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যাদের ইজ্জতের বিনিময়ে আজ এই দেশ স্বাধীন হয়েছে সলকে জানাই হাজার হাজার সালাম, শ্রদ্ধা ও ভালবাসা।
এরপর তিনি এক এক করে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। খুলনা বিভাগের একঝাক বীর মুক্তিযোদ্ধার সন্তান রা তাদের যোগ্যতা প্রমান রেখে কেন্দ্রীয় কমিটিতে তাদের অবস্থান নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব জাহিদুল ইসলাম লিপু বলেন আমি খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে যোগাযোগ রাখি এবং সকল বীরের সন্তানদের সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করি। তিনি বলেন এই সংগঠনটা বিগত তিন বছর বাংলাদেশের বীর পরিবারের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমি সাংগঠনিক ভাবে সকলকে ধন্যবাদ জানাই যারা এই সংগঠনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
পাশাপাশি খুলনা বিভাগীয় সকল বীরের সন্তানদের আহবান করবো আসুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বীর পরিবারের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। যে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানরা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি,
যারা খুলনা বিভাগ হতে কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদেন পরিচয় জাহিদুল ইসলাম লিপু, যুগ্ম মহাসচিব, শেখ মোঃ আজিজুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক, মোঃ কবিরুল ইসলাম, সহ প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক, এস এম শরিফুজ্জামান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সেলিম জাহাঙ্গীর রেজা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, তরিকুল সমশের শাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক,এছাড়াও যারা কেন্দ্রীয় নির্বাহী সদস্য হয়েছেনঃমোঃ রাকিবুজ্জামান সরদার, মোঃ মামুন-অর-রশিদ, আব্দুল্লাহ আল মামুন, মোঃ পলাশ জোয়ার্দার তুহিন, আবু সুফিয়ান বিশ্বাস, পলাশ জোয়ার্দার, শেখ শাহীন, শেখ আব্দুল গনি, মোঃ শামিম শেখ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ মনিরুজ্জামান নয়ন, ফারজানা সরোয়ারী, মোঃ মঞ্জুরুল ইসলাম সাদ্দাম, মোঃ মাহফুজুর রহমান, আশরাফুজ্জামান হিসাম, লাবনী সুলতানা (শিখা), মোঃ আজমল হোসেন, মোঃ মিজানুর রহমান, মল্লিক শাহেদ আলম, স্বপন ফৌজদার
খুলনা বিভাগীয় সমন্বয়ক প্রধান জাহিদুল ইসলাম লিপু বলেন সবাইকে নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব নিয়ে কাজ করলেই আমরা ইনশাআল্লাহ একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো। পাশাপাশি সকল বীরের সন্তানরা সমাজের কর্মী হিসাবে নিজেকে আত্মনিয়োগ করবেন বলে আশা করি।