সাভারে ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান সমর।
মোঃ ওমর ফারুক,স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন দিনমজুর, ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিক, সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে।
শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুর দক্ষিণপাড়া সাংবাদিক ওয়াসিউদ্দিন সড়কের পাশে ওএমএস’র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
কর্মসূচি শুরুর প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষ সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হিসেবে চাল ও আটা ক্রয়ের এই সেবা গ্রহণ করেন।
এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অসহায় মানুষের জন্য কম মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করছে। সরকার স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।
খাদ্য অধিদপ্তরের অধীনে আগামী তিন মাসের জন্য এই কার্যক্রমের মাধ্যমে এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে বিক্রি করা হবে চাল ও আটা। এখানে থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে কিনতে পারবেন হতদরিদ্ররা।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমাছ সহ আরো অনেকে।