৩ ক্রিকেটারের নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন আকবর

Share the post
Image result for আকবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশি তিন ক্রিকেটারসহ ভারতীয় দুইজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই ঘটনায় বাংলাদেশের ও ভারতীয় ক্রিকেটারসহ মোট পাঁচজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি। বাংলাদেশের তৌহিদ হৃদয়কে ১০ ম্যাচ, শামীম হোসেনকে ৮ ম্যাচ এবং রাকিবুল হাসানকে নিষদ্ধ করা হয় ৪ ম্যাচ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে জুনিয়র টাইগারদের সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলন করে বিসিবি। সংবাদ সম্মেলেন সেই প্রসঙ্গটি উঠে আসে। যদিও ফাইনালের পর সংবাদ সম্মেলনে মাঠের অনাকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। তবুও, আজ দেশে ফেরার পর আকবর আলিকে প্রশ্ন করা হয়, মাঠের সেই ঘটনা সম্পর্কে।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্যাপ্টেন আকবর আলী বলেন, বিষয়টি আইসিসি নিষ্পত্তি করে দিয়েছে। দু’দলের কয়েকজন ক্রিকেটারকে শাস্তির আওতায়ও আনা হয়েছে। যেহেতু আইসিসি ওই ঘটনার জের হিসেবে একটা কার্যকর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আর ওই বিষয়ে কোন কথা বলার অবকাশ নেই। আমি তা নিয়ে আর কোন বক্তব্য দিতেও চাই না।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে ইয়াং টাইগারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুবাদের বরণ করতে এয়ারপোর্টের বাইরে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। বিমানবন্দরের ভেতরে আকবর আলীর দল এবং কোচদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রিকেটার। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের সদস্যদের মুখে মিষ্টি তুলে দেন।

পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে মাঠের মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের উপলক্ষে কেট কাটা হয়। সে সময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাসহ বিসিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]