৩ ক্রিকেটারের নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন আকবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশি তিন ক্রিকেটারসহ ভারতীয় দুইজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই ঘটনায় বাংলাদেশের ও ভারতীয় ক্রিকেটারসহ মোট পাঁচজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি। বাংলাদেশের তৌহিদ হৃদয়কে ১০ ম্যাচ, শামীম হোসেনকে ৮ ম্যাচ এবং রাকিবুল হাসানকে নিষদ্ধ করা হয় ৪ ম্যাচ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে জুনিয়র টাইগারদের সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলন করে বিসিবি। সংবাদ সম্মেলেন সেই প্রসঙ্গটি উঠে আসে। যদিও ফাইনালের পর সংবাদ সম্মেলনে মাঠের অনাকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। তবুও, আজ দেশে ফেরার পর আকবর আলিকে প্রশ্ন করা হয়, মাঠের সেই ঘটনা সম্পর্কে।
এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্যাপ্টেন আকবর আলী বলেন, বিষয়টি আইসিসি নিষ্পত্তি করে দিয়েছে। দু’দলের কয়েকজন ক্রিকেটারকে শাস্তির আওতায়ও আনা হয়েছে। যেহেতু আইসিসি ওই ঘটনার জের হিসেবে একটা কার্যকর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আর ওই বিষয়ে কোন কথা বলার অবকাশ নেই। আমি তা নিয়ে আর কোন বক্তব্য দিতেও চাই না।
এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে ইয়াং টাইগারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুবাদের বরণ করতে এয়ারপোর্টের বাইরে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। বিমানবন্দরের ভেতরে আকবর আলীর দল এবং কোচদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রিকেটার। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলের সদস্যদের মুখে মিষ্টি তুলে দেন।
পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে মাঠের মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের উপলক্ষে কেট কাটা হয়। সে সময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাসহ বিসিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।