ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। ওয়ান ইলেভেনের কুশীলবদের সাথে নিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণাবলী ও তার দূরদর্শিতার কাছে বিরোধী রাজনৈতিক পক্ষ চরমভাবে পরাজিত। আজ তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ভিন্ন কৌশলে আবারও ওয়ান ইলেভেনের চক্রান্ত করছে। সে কারণে বিএনপি তাদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।
তথ্যমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের সময় রাজনীতিকদের জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তখন বাবার অপরাধে মেয়েকেও গ্রেফতার করা হয়েছে।
সাহস ছাড়া বেশিদূর আগানো যায় না মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে সাহসী হতে হবে।