মুরাদনগরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাফিজ খাঁনের উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য বিতরণ।
প্রিয়ন্ত মজুমদার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের দুইবার নির্বাচিত সাবেক সভাপতি, কুমিল্লা-৩(মুরাদনগর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি এর মানবিক নির্দেশনায় মুরাদনগর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজ খাঁনের উদ্যোগে ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের “সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা” তে ০২/০৬/২০২১(বুধবার) দুপুরে এতিম ছাত্রদের খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান নিশু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সপন, ১৭নং জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাহাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা,জাহাপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম ফাহিম,জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমন মাহমুদ,মোঃ সুমন,সোহেল সরকার বাবু,সানিল,হাবিব,ইমরান,রাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত ব্যক্তিরা বলেছে,এমন মানবিক আয়োজনের ফলে এতিম শিশুদের মাঝে প্রচণ্ড আনন্দ বিরাজ করছে। হাফিজ খাঁন পূর্বেও এধরনের মানবিক কাজের সঙ্গে যুক্ত ছিল, এখনও এতিমদের জন্য খাবারের আয়োজন করেছে।হাফিজের মতো মানবিক ছাত্রলীগ নেতা পেয়ে আমারা খুবই আনন্দিত।
অনুষ্ঠান শেষে হাফিজ খাঁন চ্যানেল-২১টিভি কে জানায়, “মুরাদনগরের মাটি ও মানুষের নেতা সকলের নয়নের মনি, আমার একমাত্র অভিভাবক জননেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের মানবিক দিক-নির্দেশনায় আমি যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি,যাতে এলাকার এতিম , দরিদ্র ও অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের এমপি মহোদয় কে সুস্থ রাখুন সবসময়।”