মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃজাকির হোসেন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিমনা ছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (২ জুন) বুধবার বিকাল সাড়ে ৪ টায় সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ সিমনা ছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে উপজেলার লোহাইদ গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (২৭) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার মহিউদ্দিন আহামেদ সত্যতা নিশ্চিত করেছেন।