আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত চৌধুরীর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রামের সন্দ্বীপে আমানউল্যাহ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত চৌধুরীর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। এসময় কালভার্টের নীচে বাঁধ কেটে দখলমুক্ত করেন। ১৮ মে রোজ মুঙ্গলবার সকাল ১১ ঘটিকায় থেকে সন্দ্বীপ উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন দীর্ঘ ২ ঘন্টা অভিযান পরিচালনা করে এসব সরকারি জায়গা দখলমুক্ত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত চৌধুরী প্রায় ২৫ বছর ধরে কালভার্টের নিচে বাধ দিয়ে সুইচ গেইট বন্ধ করে মাছ চাষ ও সরকারি জায়গায় দলখ করে আসছিলেন। দখল করার জায়গার পরিমান এক একর ১০ দশক এখানে রয়েছে কাটগড় তহসিল অফিসের জায়গা, পুরান আকবর হাটের খাস জমি ও পানি উন্নয়ন বোডের জায়গা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডোর জায়গা ইজারায় নিয়েছেন অজুহাত দিয়ে এতোদিন ভোগ দখল করেছিলিন । অভিযানের সময় তাকে ইজারার কাগজ পত্র দেখাতে বল্লে তিনি দেখাতে ব্যর্থ হোন। পরে আমরা অভিযান পরিচালনা করে জায়গাগুলো দখলমুক্ত করেছি। এই বাঁধের কারনে বৃষ্টির পানি আটকে গিয়ে এলাকা প্লাবিত হওয়ার কারনে সৃষ্টি হত জনভোগান্তি। জায়গাগুলা দখলমুক্ত হওয়ার পর এলাকার সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকারিন সবজি। এখনও শীত আসেনি তবে বাজারে চলে এসেছে শিম, ফুলকপি, পাতাকপি, মূলাসহ প্রায় সবধরনের শীতের সবজি। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে-কাছেও যেতে পারছে না মধ্য-নিম্নবিত্ত  শ্রেণির মানুষ। বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া […]

চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট

Share the post

Share the postইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন। সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল […]