ফেরি বন্ধ থাকলেও ঘাটে বাড়িফেরা মানুষের ভিড়
যাত্রী পারাপার বন্ধের সরকারি ঘোষণার পরও ফেরিঘাটগুলোতে ভিড় করেছেন হাজারো মানুষ। নদী পারাপারের অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছেন তারা।
শুক্রবার রাত থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড় করেন ঈদে বাড়ি ফেরা মানুষ। তবে হঠাৎ ফেরি বন্ধের ঘোষণায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আদৌ গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা
করোনাভাইরাস সংক্রমণ রোধে শনিবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। শুধুমাত্র অ্যাম্বুলেন্সসহ জরুরি যান পার করতে কম সংখ্যক ফেরি চলছে। আর রাতে চলবে পণ্যবাহী ফেরি।এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও চাপ বেড়েছে গণপরিবহনের। নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাস।