আসছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯ মার্চ’

বিনোদন : মুক্তিযুদ্ধকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে ‘১৯ মার্চ’ নামের একটি সিনেমা।
শাহনাজ পারভিনের রচনায় এই ছবিটি পরিচালনা করবেন তরুণ নাট্য নির্মাতা আজাদ আল মামুন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা রিজেন্সিতে সিনেমাটির নাম ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ক.ম মোজাম্মেল হক।
পরিচালক আজাদ আল মামুন জানান, ‘১৯ মার্চ’ সিনেমাটি নাম ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করলো আজ। যতদ্রুত সম্ভব কলাকুশলীদের চূড়ান্ত করে তাদের নাম প্রকাশ করা হবে এবং ছবির শুটিং শুরু করতে চাই।
জানা যায়, ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। গাজীপুরবাসীর সেই যুদ্ধ ও বীরত্বের গল্পই এখানে ফুটিয়ে তোলা হবে। সামগ্রিক মুক্তিযুদ্ধও এখানে উঠে আসবে।