২৯ মার্চ পবিত্র শবে বরাত
আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, আজ সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
শবে বরাত ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কোরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলমানরা ইবাদত বন্দেগিতে কাটান।