কিশোরগঞ্জে মায়ের কাছ থেকে ঘরে বসেই পুরো কুরআন মুখস্থ করলো শিশু মুয়াজ

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ইটনা থানার ছিলনী গ্রামের হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের ৮ বছরের সন্তান আবরারুল হক মুয়াজ। জেলা শহরের উকিলপাড়াস্থ মাদরাসা দ্বীনিয়ার ছাত্র সে। ছোট্ট শিশু আবরারুল হক মুয়াজ। মাত্র ৮ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ করে হলেন গর্বিত হাফেজ। সবাই বিস্ময় প্রকাশ করলেও তার পরিবারে বইছে আনন্দের বন্যা। হাফেজ হওয়ার পেছনে পুরো কৃতিত্ব যে তার মায়ের। ২১ ফেব্রুয়ারি (রোববার) গ্রামবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় ছোট্ট আবরার। মহামারি করোনাভাইরাস শুরু আগে বাবার সঙ্গে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদি মসজিদে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা দেখতে যায় মুয়াজ। সেই প্রতিযোগিতায় সমমনা বাচ্চাদের তেলাওয়াত শুনেই সে হাফেজ হওয়ার অনুপ্রেরণা পায়।

বাসায় ফিরে এসে দ্রুত হেফজ সম্পন্ন করার বিষয় মা-বাবাকে জানায় ছোট্ট মুয়াজ। কুরআনুল কারিম হেফজ শুরুর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে মহামারি করোনা হানা দেয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু এ সবের মাঝে থেমে থাকেনি ছোট্ট শিশু আবরারুল হক মুয়াজের পড়াশোনা। মাদরাসা বন্ধ হওয়ার পর বাসায় বসে মায়ের কাছেই কুরআনুল কারিমের পড়া অব্যাহত রাখেন। নিয়মিত সবক দিতে থাকেন। মুয়াজের হাফেজা ও আলেমা মা কামরুন্নাহার তাকে নিবিড় তত্ত্বাবধানে কুরআনুল কারিম পড়াতে থাকেন। এভাবেই সে মায়ের কাছে ঘরে বসেই পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেন। গত ২০ ফেব্রুয়ারি শেষ সবক দেন ছোট্ট মুয়াজ। হাফেজ ও আলেম দম্পতির সন্তান আবরারুল হক মুয়াজ ঘর বসেই পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছেন। মুয়াজ হতে পারে প্রতিটি পরিবারের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবারের সদস্যা দেশবাসীর কাছে মুয়াজের জন্য দোয়া চেয়েছেন। আবরারুল হক মুয়াজের হাফেজ হওয়ার পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। অল্প বয়সে হাফেজ হওয়ায় আনন্দিত পুরো গ্রামবাসী।

গ্রামবাসীদের কথা-‘হাওরের কাঁদা মাটিতে জন্ম নেয়া মুয়াজ গ্রামের গৌরব এনেছে।’ মুয়াজের মায়ের জন্য বিষয়টি ছিল অনেক চ্যালেঞ্জের। ঘরে বসে ছেলেকে নিয়ে কঠিন এ কাজটি সুসম্পন্ন করতে সক্ষম হয়েছেন হাফেজা কামরুন্নাহার। এদিকে মুয়াজের অল্পবয়সে হাফেজ হওয়ায় আনন্দিত ছিলনী গ্রামের লোকজনও। হাওরের কাদামাটি ছাওয়া অঞ্চলে জন্ম নেওয়া মুয়াজ অঁজপাড়া গ্রামে গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]