আগ্রাবাদে আন্তর্জাতিক ব্র্যান্ডের ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের যাত্রা শুরু

চট্টগ্রাম: আন্তর্জাতিক ব্র্যান্ডের চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স যাত্রা শুরু করছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র আগ্রাবাদ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারের (জনতা ব্যাংক ভবন সংলগ্ন) গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে সফট ওপেনিং করা হয় চেইন হোটেলটির।চার তারকা মানের এই হোটেলে তৈরিতে বিনিয়োগ হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। হোটেলটিতে কক্ষ রয়েছে ৮৮টি।
বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশীদ বলেন, বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কক্ষে বসেই গ্রাহকেরা পাহাড়, হ্রদ, নদী ও সাগর—চট্টগ্রামের এই চার প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে দেখা যাবে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে হোটেলটিতে।
রয়েছে ‘পতেঙ্গা’ রেস্টুরেন্ট, রুপটপে ‘আকাশ’ রেস্টুরেন্ট, ৪০০ আসনের ব্যাংকুইট হল ‘নোঙর’, ৩০, ৪০ ও ৬০ আসনের কনফারেন্স হল, বার, সুইমিং পুল, জিম, সেলুন, প্রেয়ার রুম, স্পা ইত্যাদি আন্তর্জাতিক মানের সেবা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পাঁচ তারকা হোটেলের সংখ্যা ১৭। এর মধ্যে ঢাকায় নয়টি, কক্সবাজারে চারটি এবং চট্টগ্রাম, যশোর, বগুড়া ও মৌলভীবাজারে একটি করে পাঁচ তারকা হোটেল রয়েছে। এ ছাড়া চার তারকা হোটেল আছে চারটি, যার মধ্যে দুটি চট্টগ্রামে। এই তথ্য থেকে পরিষ্কার যে দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম বন্দরনগর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে তারকা হোটেলের সংখ্যা এখনো খুবই কম।