আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রগুলি,ডাকাতি করার সরঞ্জাম,পুলিশ এর পোশাক,ওয়াকিটকি এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাতদলের ০৬জন সক্রিয় সদস্য গ্রেফতার।
আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী ও দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রগুলি,ডাকাতি করার সরঞ্জাম,পুলিশ এর পোশাক,ওয়াকিটকি এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা ডাকাতদলের ০৬জন সক্রিয় সদস্য গ্রেফতার।
আলমডাঙ্গা থানাধীন তিয়রবিলা পুলিশ ক্যাম্প পুলিশ চেকপোস্ট,রাত্রিকালীন রণপাহারা ডিউটি, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার অভিযান পরিচালনাকালে আজ ০৫ মে ২০২৫ তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় মাইক্রোবাসে থাকা ডাকাতদলের দেহ তল্লাশী করে আসামীদের হেফাজত থেকে ০১টি পিস্তল, ০১টি রিভলবার, ০১টি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি তালা কাটার যন্ত্র,০৫টি মাস্টার কী, ০১টি পিস্তলের প্রসেস, ০১টি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করেন গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলার মানুষ।