★ক্রিকেট খেলোয়াড় না হলে আমি মাছের ব্যবসাই করতাম,কারন আমার পরিবার মাছ ব্যবসায়ি: মাশরাফি
সাইফুল ইসলাম তাহসান: এ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটার হয়েছি বলে আজ এই জায়গায় আসতে পেরেছি, এই চেয়ারে বসতে পেরেছি। আমার জীবনে যা অর্জন তার প্রায় সবই ক্রিকেটের জন্য। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। যদি ক্রিকেট না খেলতাম হয়তো মাছের ব্যবসা করতাম। পারিবারিকভাবে আমাদের মাছের ব্যবসা আছে। আমাদের অনেকগুলো ঘের আছে। উল্লেখ্য, আগামীকাল ৬ মার্চ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।