৬০ মৌজা সন্দ্বীপ চট্রগ্রামের নাকি নোয়াখালী জানতে চাই সন্দ্বীপবাসী।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ বাসীর জন্য একটা শীপের জন্য হাহাকার আর রোহীঙ্গাদের জন্য প্রমোদ তরী। সন্দ্বীপের মানুষের যাত্রী পারাপারের জন্য আজও কোনো সীট্রাক বা স্টীমার ভাগ্যে জুটেনি।কিন্তুু প্রমোদ তরী বেয়ে রোহিঙ্গাদদের ভাসানচর পর্যবেক্ষণ। প্রমোদ তরী বেয়ে ৪০ সদস্যেদের নিয়ে রোহিঙ্গাদদের ভাসানচর পর্যবেক্ষণ। ভাসানচর পর্যবেক্ষণের কারণ ভাসানচরে রোহিঙ্গা থাকার উপযোগী কি না তাও আবার প্রমোদ তরী বেয়ে অথচ সন্দ্বীপ বাসীর একটি শীপের জন্য হাহাকার। ৬০ মৌজা সন্দ্বীপ জেগে উঠা ভাসানচর কি করে নোয়াখালী অর্ন্তভুক্ত হয় তা জানতে চাই সন্দ্বীপবাসী। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে বাসবাসকারীদের রোহিঙ্গা শরনার্থীদের নোয়াখালীর ভাসানচরে যেতে রাজি করাবেন সেখান থেকে ফেরা প্রতিনিধি দলের সদস্যরা। কয়েকদিন পর তারা রোহিঙ্গা শিবিরে মসজিদ মাদ্রাসা ও শিবিরের আলিগলিতে সভা সমাবেশ করে প্রচরনা শুরু করবে। প্রতিনিধি দলের সদস্যরা আশা করছেন অনেক রোহিঙ্গা ভাসানচরে যেতে সম্মত হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহাবুব আলম তালুকদার প্রথম আলোকে বলেন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরের জন্য ৪০ সদস্য দলটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা রোহিঙ্গদের ভাসাননচরে যেতে শিবিরে প্রচরনা চালাবে। তাদের মধ্যে যারা যেতে চাইবে তাদের মধ্য থেকে ১লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে বলে জানান। গত শনিবার এই দলটি কে ভাসানচরে পাঠানো হয়। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠা সন্দ্বীপের ভাসানচরে এক লাখ রোহিঙ্গার পুর্ববাসনের জন্য সরকার ইতিমধ্যে ২ হাজার ৩১২ কোটি টাকা বিশাল ব্যয়ে আশ্রয় প্রকল্প গড়ে তুলছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]