৩৭ নং ওয়ার্ডে বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে দেবাশীষ পাল দেবুর চাল বিতরণ

Share the post

চট্টগ্রাম সংবাদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিবের  ৯১তম জন্ম দিন উপলক্ষে  বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের মানবিক চেয়ারম্যান, অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও  সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায়, চট্টগ্রাম মহানগরীর ৩৭ নং ওয়ার্ডে পোর্ট কলোনী স্থানীয় একটি বিদ্যালয়ের প্রাঙ্গনে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যেগে  ৩০০ শতাধিক অসহায় দুস্থ  পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ  হয়।May be an image of 1 person and standing

চাল বিতরণ কালে  দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের নেপথ্যে ও বঙ্গমাতার সঠিক পরামর্শ ছিল। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরামর্শ দিয়ে ছিলেন,মন থেকে যা বলতে ইচ্ছে করে তাই বলা উচিত। বঙ্গবন্ধু  তাই করেছিলেন। বাকিটা ইতিহাস।May be an image of 3 people and people standing

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা আশিষ কান্তি মুহুরী,জামিন আহমেদ মিলন, নারী নেত্রী রমা দাশ,যুবলীগ নেতা  সালাউদ্দিন বাবর, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দিন বাবর, মোঃসোহেল,অর্জুন দাশ,মো হানিফ, মাহমুদুর বাপ্পী,রোকন উদ্দীন, মাসুম,সোহেল, রুবেল দাশ,রিয়াদ,কৌশিক রায়,জামাল,ফিরোজ,ফিরোজ আহমেদ,সাইফুল, জামাল,তুহিন, পলাশ,রিফাত,রাসেল , ফরহাদ, রহমত,আকাশ,জসিম, জনি,রাব্বি, নাঈম,ফাহিম, জয়,রানা,শুভ,ইমন প্রমুখ।May be an image of 1 person, standing, sitting and indoor

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]