হালিশহর নয়াবাজার বিশ্বরোড মোড়ে অসচ্ছল দিনমজুর এর মাঝে নিত্য ভোগ্যপণ্য বিতরণ
অস্মিত চক্রবর্তী (অমিত) :দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তে ও চসিক এর মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নির্দেশনায় হালিশহর থানা সেচ্ছাসেবকলীগ নেতা মনির উল্লাহ খান মনি’র স্ব উদ্দ্যোগে হালিশহর থানার অন্তর্গত নয়াবাজার বিশ্বরোড মোড়ে প্রায় শতাধিক অসচ্ছল মেহনতী মানুষের মাঝে নিত্য ভোগ্যপণ্য বিতরণ করা হয়। এতে উপস্হিত ছিলেন নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ নগর সেচ্ছাসেবকলীগ নেতা রুবেল আহমেদ বাবু নগর ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক ইমরান আলী মাসুদ সেচ্ছাসেবকলীগ নেতা আমজাদ হোসেন নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাপ্পী আবদুল আউয়াল রুপু সহ হালিশহর থানা ছাত্রলীগ নেতা ইফাজ বশির,,,রাকিব আহসান জয় হায়দার আলী,,,শাকিল মাহমুদ শাওন মিরাজ মিয়া,,,রাব্বী হাওলাদার সুজন,,,মোঃ সজীব সহ প্রমুখ।